Thursday, January 23, 2014

সাভার রানা প্লাজা ২৪ এপ্রিল ২০১৩ সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে।[৮]ভবনের কয়েকটি তলা নিচে দেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। ১২ মে, ২০১৩ তারিখ পর্যন্ত ১,১২৬ জনের নিহত হবার তথ্য পাওয়া গেছে যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তমশিল্প দুর্ঘটনাহিসেবে বিবেচিত হয়েছে।[৩][৯][১০][১১][১২][১৩]এই ঘটনায় দুই হাজারেও বেশি মানুষ আহত হয়।[১৪]সাধারণ জনগণ, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। ভবনটিতে পোশাক কারখানা, একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল, সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে।[৬][১০][১৫]ভবনটিতে ফাটল থাকার কারণে ভবন না ব্যবহারের সতর্কবার্তা থাকলেও তা উপেক্ষা করা হয়েছিল।[১১]এর মাত্র পাঁচ মাস আগে ঢাকা পোশাক কারখানায় একটিবড় অগ্নিকান্ডেরপর এই দুর্ঘটনাটি হয়, যেটি বাংলাদেশে ঘটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা।[১৬]এই ঘটনার ১৭ দিন পর ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের একমেয়েকে জীবিত উদ্ধার করা হয়।


No comments:

Post a Comment