বাজারে এসেছে ভ্যালুটপ ব্র্যান্ডের ভিটি-এন৩০০এ মডেলের আলট্রা স্লিম এটিএক্স কেসিং। এই কেসিং বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস।
কম্পিউটার সিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালকা-পাতলা কেসিংটিতে রয়েছে মাল্টি অ্যাঙ্গেল রোটেবল স্ট্যান্ড, উন্নত পাওয়ার সাপ্লাই, স্পেশাল পাওয়ার বাটন, ইউজার ফ্রেন্ডলি রিস্টার্ট বাটন ইত্যাদি। কেসিংটির দাম দুই হাজার ৬০০ টাকা।
কম্পিউটার সিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালকা-পাতলা কেসিংটিতে রয়েছে মাল্টি অ্যাঙ্গেল রোটেবল স্ট্যান্ড, উন্নত পাওয়ার সাপ্লাই, স্পেশাল পাওয়ার বাটন, ইউজার ফ্রেন্ডলি রিস্টার্ট বাটন ইত্যাদি। কেসিংটির দাম দুই হাজার ৬০০ টাকা।
No comments:
Post a Comment